আমাদের সম্পর্কে
আল কুরআন একাডেমী বাংলাদেশ (আকাব)
আল কুরআন একাডেমী বাংলাদেশ (আকাব) একটি অরাজনৈতিক, অলাভজনক শিক্ষা, দাওয়াহ ও সেবামূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান কুরআন-হাদীসের প্রকৃত শিক্ষা, ইসলামের সুমহান আদর্শ সর্বোপরি একটি সুশীল সুন্দরময় অপরাধবিহীন সমাজ বিনির্মানে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
আমাদের লক্ষ্য ও উদ্দেশ্যে
১. প্রতিটি মুমিন যাতে কুরআনের ভাষায় কুরআন বুঝতে পারে।
২. সকল মুসলিম যেন সহজেই কুরআন থেকে শিক্ষা গ্রহন করতে পারে।
৩. সবাই যেন কুরআনের হেদায়াত বা পথ নির্দেশনা অনুযায়ী তাদের জীবনকে গঠন করতে পারে।
৪. কুরআনের শিক্ষা অনুযায়ী আল্লাহর নিকট আত্নসমর্পন করে তাদের পার্থিব জীবন সুন্দর করতে পারে।
৫. এই কুরআনের আলোকে জীবন পরিচালনা করে মুমিন জীবনের চুড়ান্ত লক্ষ্য জান্নাত অর্জন করতে পারে।
৬. সর্বোপরি যেন গড়ে উঠে সুশীল সুন্দরময় অপরাধবিহীন এক আদর্শ সমাজব্যবস্থা।
আমাদের বৈশিষ্ট্য
১. আমাদের বইসমূহে আরবী এবারত বা টেক্সট দেওয়া আছে যাতে সবাই তিলাওয়াত করতে পারে।
২. প্রতিটি আয়াতের সহজ- সরল সাবলীল অনুবাদ করা হয় যাতে সবাই সহজে কুরআন বুঝতে পারে।
৩. প্রতিটি শব্দের আলাদা আলাদাভাবে অর্থ দেওয়া থাকে যাতে সবাই কুরআনকে কুরআনের ভাষায় বুঝে কুরআন তেলাওয়াত হৃদয়গ্রাহীভাবে উপভোগ করতে পারে।
৪. আমাদের বইগুলো আরবী ভাষা সহজে শিখতে অত্যন্ত সহায়ক।
আমাদের কার্যক্রম
১. সহজ- সরল সাবলীলভাবে প্রতিটি শব্দের অর্থসহ সম্পূর্ণ কুরআনের অনুবাদ প্রকাশ করা।
২. কুরআন-হাদীস-আরবী ভাষা সহজে বুঝতে অনলাইন কোর্স।
৩. ইসলামের প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে “বুঝে-বুঝে সিরিজ” প্রকাশ করা।
৪. পাঠাগার প্রতিষ্ঠা।
৫. শিশু-কিশোরদের জন্য ইসলামিক প্রকাশনা।
৬. রামাদান মাসে অভাবগ্রস্তদের মাঝে ইফতার সামগ্রী প্রদান।
৭. অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র প্রদান।
৮. সম্মানিত আলেম-ওলামাদের বিভিন্ন কর্মমূখী কোর্স আয়োজনের মাধ্যমে অর্থনৈতিক সাবলম্বী করে তোলা।
পরিচালনা পর্ষদ

অধ্যাপক ডা. এস. এম. রেজাউল করিম মারুফ
চেয়ারম্যান, আল কোরআন একাডেমী বাংলাদেশ ফাউন্ডেশন
অধ্যাপক ও বিভাগীয় প্রধান, শিশু সার্জারি বিভাগ,
আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।
শিশু সার্জন এবং ব্যবস্থাপনা পরিচালক,
টাইমস মাল্টিকেয়ার হাসপাতাল লিমিটেড, ঢাকা।

জনাব ----------------------------------
ট্রাস্টি, আল কোরআন একাডেমী বাংলাদেশ ফাউন্ডেশন
৩২ পুরানা পল্টন (সুলতান আহমেদ প্লাজা), ঢাকা-১০০০, বাংলাদেশ

জনাব ----------------------------------
ট্রাস্টি, আল কোরআন একাডেমী বাংলাদেশ ফাউন্ডেশন
৩২ পুরানা পল্টন (সুলতান আহমেদ প্লাজা), ঢাকা-১০০০, বাংলাদেশ

জনাব ----------------------------------
ট্রাস্টি, আল কোরআন একাডেমী বাংলাদেশ ফাউন্ডেশন
৩২ পুরানা পল্টন (সুলতান আহমেদ প্লাজা), ঢাকা-১০০০, বাংলাদেশ

জনাব ----------------------------------
ট্রাস্টি, আল কোরআন একাডেমী বাংলাদেশ ফাউন্ডেশন
৩২ পুরানা পল্টন (সুলতান আহমেদ প্লাজা), ঢাকা-১০০০, বাংলাদেশ